উইন্ডোজে এতকিছুর নাম বাংলা না করাই ভাল। অনেক সফটওয়্যারই ইউনিকোড বোঝে না।শাহালম wrote:আমি এথন নতুন করে বিপদে পরেছি, গতকাল আমার কম্পিটারের সকল গান এবং ফটুর নাম আমি বাংলায়
রুপন্তর করেছি, এথন ইছমাট মুভী কনভাইটারে গান আসেনা, এখন গানের নাম বদল করাছার আরকি কোন
উপায় আছে, থাকলে দয়া করে আপনারা আমাকে জানান, আমি মনে হয় আপনাদের সকলকে জ্বালাতন করতেছি
ভায়েরা আপনাদের কোন উপকার মনে হয় আমি করতে পারবোনা, কারন আপনাদের উপকার করার মত আমার
কোন গীলো নাই, তাই আপনাদেরকে জ্বালিয়ে কস্ট দিয়ে উপকার পেতে পারিকি

এখন এগুলো নিয়ে কাজ করতে হলে আপনাকে আবার নাম ইংরেজি করে নিতে হবে!
লিনাক্স এ দিক দিয়ে অনেক উন্নত। লিনাক্সের প্রায় সব সফটওয়্যারই ইউনিকোড সাপোর্টেড
