গাড়ী চড়ে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে বলেন আবার সেটা যদি হয় নিজের গাড়ী।
বাংলাদেশে এই স্বপ্ন অনেকের পুরন হয় অনেকের হয় না।
কিন্তু আপনি কি জানেন যে গাড়ী জগতের অপরাধীদের জন্য আপনার এই স্বপ্ন দুঃস্বপ্নে রুপান্তরিত হতে পারে।
আর এই বাজে অভিজ্ঞতার সামনে আপনি পড়তে পারেন দুনিয়ার প্রায় যেকোনো দেশে।আপনার একটু অসাবধানতার জন্য আর ভুল সময়ে ভুল স্থানে থাকার জন্য আপনার অনেক সাধের গাড়ী টা হাওয়া হয়ে যেতে পারে।
অসাবধানতা বলতে বুঝাতে চাইছিলাম গাড়ীর দরজা লক না করে চলে যাওয়া, গাড়ীর চাবি গাড়ীর ভেতরেই বা ইগিনিশনেই ঝুলিয়ে রেখে দোকান থেকে সিগারেট বা অন্য কোনো জিনিস আনতে যাওয়া বা পরিচিত কারো সাথে কুশল বিনিময় করতে লাগা!!!!!
গাড়ী নিয়ে গেলে ত আপনি নিজেই দৌড় শুরু করবেন গাড়ীর পেছনে সেই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু আপনার গাড়ীর শুধু নাম্বার প্লেট খুলে নিয়ে গিয়েও মনের আনন্দে নানা রকম অপরাধ করতে পারে একজন অপরাধী যেমন একই রকম দেখতে গাড়ীর নাম্বার প্লেট খুলে অন্য গাড়ীতে লাগিয়ে পেট্রল পাম্প ডাকাতি করতে বা এটিএম মেশিন ভাংতে কাজ করে অস্ট্রেলিয়ান চোরেরা।
বাংলাদেশে আশির দশকে গাড়ী চোরেরা গাড়ী চুরি করে নিয়ে গিয়ে শুধু গাড়ীর বাইরের রঙ পাল্টিয়ে আবার অন্য কারো কাছে বিক্রি করে দিতো।
আজকাল চেসিস নাম্বার আর ভিন নাম্বার এর ব্যাপারে অনেকেই সচেতন বিধায় সেই ধান্দা এখন অনেকটাই কমে এসেছে।
অনেকের কাছেই চারিদিক থেকে লক করা একটা গাড়ীর দরজা কিভাবে খোলে সেটা একটা রহস্য।
অনেকের কাছে এইটা একটা শিল্প।
সামনের পর্বে এই বিষয় নিয়ে কিছু লেখার ইচ্ছা আছে।
চোরাই গাড়ী
- রেজওয়ান২২
- নিয়মিত সদস্য
- Posts: 130
- Joined: Sat Aug 22, 2009 11:45 am
- রক্তের গ্রুপ: A+
- লাইসেন্স: by (Creative Commons)
- Location: সিলেট
- Contact:
- হাসান
- প্রদায়ক
- Posts: 278
- Joined: Tue Oct 02, 2007 1:38 pm
চোরাই গাড়ী
প্রত্যেকটা গাড়ীর একটা ভেহিকেল আইডেন্টিফিকেশন নাম্বার আছে সংক্ষেপে এটাকে ভিন নাম্বার বলে (VIN)।
চারকোনা একটা সিলভার বা কালো রঙ এর প্লেট এ সাত থেকে সতেরো ডিজিটের একটা নাম্বার বনেটের নিচে থাকে আবার গাড়ীর চেসিস এ বা ফায়ার ওয়াল বরাবর সেই একই নাম্বার থাকে।
এই ভিন নাম্বার বা চেসিস নাম্বার আপনার গাড়ীর সব কাগজে একই কিনা দেখবেন।
সব কাগজ বলতে গাড়ীর রেজিস্ট্রেশন এর কাগজ, ফিটনেস এর কাগজ , ইন্সুরেন্স এর কাগজ। এর যেকোনো একটাতেও একটা সংখ্যা এদিক সেদিক হলে বা কাটা মোছা হয়েছে বলে সন্দেহ হলে আপনার নিকটস্থ গাড়ী রেজিস্ট্রেশন অফিসে যেয়ে যোগাযোগ করে দেখতে পারেন।
অস্ট্রেলিয়াতে গাড়ীর ইতিহাস জানার জন্য REV রেজিস্টার অব এনকাম্বারড ভেহিকেল নামে সংস্থা আছে তাদের কাছে ফোন করলে বিস্তারিত জানিয়ে দেবে।
আমেরিকাতেও এমন ব্যাবস্থা আছে শুনেছিলাম।
অনেকদিন আগে এই বিষয়ে লিখেছিলাম নিচের লিংকে।
http://forum.amaderprojukti.com/viewtop ... f=32&t=751" onclick="window.open(this.href);return false;
চারকোনা একটা সিলভার বা কালো রঙ এর প্লেট এ সাত থেকে সতেরো ডিজিটের একটা নাম্বার বনেটের নিচে থাকে আবার গাড়ীর চেসিস এ বা ফায়ার ওয়াল বরাবর সেই একই নাম্বার থাকে।
এই ভিন নাম্বার বা চেসিস নাম্বার আপনার গাড়ীর সব কাগজে একই কিনা দেখবেন।
সব কাগজ বলতে গাড়ীর রেজিস্ট্রেশন এর কাগজ, ফিটনেস এর কাগজ , ইন্সুরেন্স এর কাগজ। এর যেকোনো একটাতেও একটা সংখ্যা এদিক সেদিক হলে বা কাটা মোছা হয়েছে বলে সন্দেহ হলে আপনার নিকটস্থ গাড়ী রেজিস্ট্রেশন অফিসে যেয়ে যোগাযোগ করে দেখতে পারেন।
অস্ট্রেলিয়াতে গাড়ীর ইতিহাস জানার জন্য REV রেজিস্টার অব এনকাম্বারড ভেহিকেল নামে সংস্থা আছে তাদের কাছে ফোন করলে বিস্তারিত জানিয়ে দেবে।
আমেরিকাতেও এমন ব্যাবস্থা আছে শুনেছিলাম।
অনেকদিন আগে এই বিষয়ে লিখেছিলাম নিচের লিংকে।
http://forum.amaderprojukti.com/viewtop ... f=32&t=751" onclick="window.open(this.href);return false;
জীবনের প্রয়োজনে গাড়ী